Saturday, June 6, 2015

নিয়ে নিন অসাধারন একটি ভিডিও এডিটিং সফটওয়্যার!!!!

বেশি কথা না বলে আপনাদের সরাসরি ডাউনলোড লিংক দিয়ে দিলাম

Monday, March 2, 2015

gp আনলিমিটেড ফ্রি নেট চালান।


আমি যেই টিপ্সটি দিব সেটি অনেকেই জানেন । কিন্তু
আপনারা যেই টিপ্স টি জানেন সেটি হত Unlimited নয় ।

তো চলুন আসল কাজে আসাজাক.....

যা যা লাগবেঃ-
১) গ্রামীণ সিম।
২) Android Jelly Bean অথবা এর উপরের ভার্সন
৩) Your Freedom
৪) Yout freedon এর account এখান থেকে registration করুন
৫) Unlimited free চালানোর জন্য
Lucky Patcher

প্রথমেই আপনি যে কোন MB কিনুন। MB কেনার জন্য ডায়াল করুন *১১১*৬*১# ।
অথবা আপনি pay as you go মানে P1 ব্যাবহার করতে পারেন। এর জন্য ডায়াল করুন *৫০০*১#।

এবার your freedom open করুন। অপশন থেকে account informationএ যান। আপনার username এবং password দিন।

তারপর server connection এ যান। your freedom server দিন ems19.your-freedom.de, connection mode দিন DNS এবং port দিন 80.

ব্যাক ক্লিক করে কানেক্ট এ ক্লিক করুন। কানেক্ট হবে।
কিন্তু speed দেখলে আর চালাইতে মন চাইবো না। এখন আপনি আবার অপশন এ যান। shop ক্লিক করেন। দেখবেন ওই খানে লেখা আছে try
before you buy! free তে ক্লিক করে ১ ঘণ্টা আপনি ফুল স্পিডে নেট ইউস করতে পারবেন।

এক ঘন্ট পরে অথবা ৩০ এমবি ইউস করার পর আপনার লিমিট শেষ হয়ে যাবে এর।

এরপর আমরা আনলিমিটেড চালানোর কাজ করবো

Lucky Patcher টি ইনিস্ট্রল দিয়ে রেখেদিন।

এবার আপানার your-Freedom এপটি একবার Uninstall করে আবার install করুন

আবার your-Freedom এর Shop এ জান এবং দেখেব সব পেকেজ এর মুল্য 0 হয়ে গেছে এইবার আপানার যেই প্যক ইচ্ছা সেইটা কিনুন।

দেখবেন একটি pop- up Notification -সো করবে
এইবার সব গুলোকে মার্ক করে সেভ করেন । এখন বেক করে আবার Shop এ আসেন দেখবেন যেই প্যক্টি কিনেছেন সেটি তে Purchased লেখা উঠেছে ।
বাস হয়ে গেল আর কি এইবার ধুম মারে চালান ।
আর যদি কাজ না করে আমার করার কিছুনাই। তবে আমি নিজে চালাচ্ছি

Saturday, February 28, 2015

ভিডিও এডিটিং সফটওয়্যারের মেলা থেকে বেছে নিন আপনার পছন্দেরটি।সবই ভালো কিন্তু সেরাটাই আপনার জন্য।

সবাইকে সালাম ও শুভেচ্ছা।বেশ অনেকদিন থেকেই ভাবছিলাম শুধুমাত্র ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে একটা টিউন করবো যাতে সবার না হোক কারো কারো কাজে লাগে।এক এক জনের একএক ভিডিও এডিটিং সফটওয়্যার পছন্দ।তবে সবার সেরা মনেহয় adobe premiereই হবে কারন প্রফেশনালী কাজ করাতে এই সফটওয়্যারটির জুড়ি নেই।কিন্তু দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে এই মূল্যবান সফটওয়্যারটি শেয়ার করতে পারছি না ৩২ বিট কম্পিউটারের কারনে।হয়ত জেনে থাকবেন যে adobe premiere ৬৪ বিট ছাড়া ৩২ বিটে সাপোর্ট করে না।আমার ল্যাপটপ ৬৪ বিটের কিন্তু ওটা শুধু ব্যবহার করি পরিষ্কার কাজের জন্য।কোন (ক্র্যা)ক ব্যবহার করিনা সেটাতে।আর লিঙ্ক আমি দিতে পারতাম কিন্তু পরীক্ষা না করে সেটা কি যুক্তিসংগত হবে?আর তাই adobe premiere বাদে সেরা যে সব ভিডিও এডিটিং সফটওয়্যার আছে সেগুওলোই শেয়ার করা হয়েছে আজকের টিউনে।চলুন শুরু করা যাক।